করোনা আতঙ্ক, গৃহবন্দি দেশের মানুষ। সম্ভবত বাড়তে চলেছে লকডাউনের সময়সীমা। এরই মধ্যে বলিউড অভিনেতা বরুন ধাওয়ানের এক আত্মীয় করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন খোদ বরুন। যদিও বরুণের ধাওয়ানের যে আত্মীয়র শরীরে করোনা ভাইরাস মিলেছে, তিনি আমেরিকাতে চিকিৎসারত রয়েছেন বলে জানান বরুণ। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে লাইভ চ্যাটে একথা জানিয়েছেন বরুণ ধাওয়ান।
]]>